menu-iconlogo
huatong
huatong
avatar

Kichudin mone mone (কিছুদিন মনে মনে)

Pousali Banerjeehuatong
ˢᴱᴺˢᴱO⃟F⃟💢🅡🅘🅝🅞™huatong
가사
기록
কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে

ইশারায় কইবি কথা গোঠে-মাঠে

দেখিস যেন কেউ না জানে

কেউ না বোঝে কেউ না শোনে

কিছুদিন মনে মনে

শ্যামকে যখন পড়বে মনে

Chaibi kalo megher pane

Ore শ্যামকে যখন পড়বে মনে

O tui Chaibi kalo megher pane

আর রান্নাশালে কাঁদবি বসে

ভিজে কাঠ দিয়ে উনুনে

কিছুদিন মনে মনে

শ্যাম শায়রে নাইতে যাবি

গায়ের বসন ভিজবে কেনে

Ore শ্যাম শায়রে নাইতে যাবি

O tor গায়ের বসন ভিজবে কেনে

শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে

শায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে

গায়ের বসন ভিজবে কেনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

কিছুদিন মনে মনে ঘরের কোণে

শ্যামের পিরিত রাখ গোপনে

কিছুদিন মনে মনে

কিছুদিন মনে মনে

Best wishes by Rino

Pousali Banerjee의 다른 작품

모두 보기logo

추천 내용