menu-iconlogo
huatong
huatong
avatar

Koto Adore Adore

Pousali Banerjeehuatong
mr_lmarshallhuatong
가사
기록
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কত ভঙ্গী করি দাঁড়াইয়াছে

ভঙ্গী করি দাঁড়াইয়াছে একই আসনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

শ্যামকুলে রাই, রাইকুলে শ্যাম

শ্যাম রাই কুলেতে, শ্যাম রাই কুলেতে

শ্যামকুলে রাই, রাইকুলে শ্যাম

শ্যাম রাই কুলেতে, শ্যাম রাই কুলেতে

দুই অঙ্গে অঙ্গ হইলো

দুই অঙ্গে অঙ্গ হইলো মধুর মিলনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কী আনন্দ হইলো আজি নিকুঞ্জবনে, নিকুঞ্জবনে

কী আনন্দ হইলো আজি নিকুঞ্জবনে, নিকুঞ্জবনে

মেঘের কোলে সৌদামিনী

মেঘের কোলে সৌদামিনী উদয় গগনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে, সব সখীগণে

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে, সব সখীগণে

রাধারমণ বলে, "আমায় রাইখো"

রাধারমণ বলে, "আমায় রাইখো"

রাধারমণ বলে, "আমায় রাইখো কমল-চরণে," মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

Pousali Banerjee의 다른 작품

모두 보기logo

추천 내용