menu-iconlogo
huatong
huatong
avatar

Aradhana Kori Bengali worship song by Prakash xalxo

Prakash xalxohuatong
💢💢mønãj_&k💢💢huatong
가사
기록
আজ মনে প্রানে গুন গান তোমার করি

আজ সব টা ছেড়ে তোমার হাত ধরি

সংসারে পরোয়া না করে

সংসারে পরোয়া না করে

শুধু তোমার প্রশংসা করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

তোমার বন্দনা শুধু করি

Music song by Prakash xalxo

তোমারি দুয়ারে এসেছি আমি

মাথা চরনে রেখেছি তাই

তুমি আছো তাই ভালোবাসায

দু চোখে দ্বীপ জ্বলেছি তাই

সুখ দুঃখকে পরোয়া না করে

শুধু তোমার প্রশংসা করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

তোমার বন্দনা শুধু করি

Music Bengali worship song

তোমায় ভেবে হাত করি জোড়

ভক্তিতে প্রণত হ‌ই

এত মহিমা তুমি যেন সেই ঈশ্বর

নাও ডেকে আমাকে ওই

তবু মনকে পরোয়া না করে

শুধু তোমার প্রশংসা করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

আরাধনা করি

তোমার বন্দনা শুধু করি

তোমার বন্দনা শুধু করি

God Bless You

Jay Mashi ki

Prakash xalxo의 다른 작품

모두 보기logo

추천 내용