menu-iconlogo
huatong
huatong
avatar

Chol re chol re bhai(I love you bengali movie/sonu nigam)

Prashanta shawhuatong
PRASHANTA..🎶🎶🎵🎤🎵🎶huatong
가사
기록
🎶🎶music,Chorus,prelude🎶🎶

শোনরে সময় বলছে, সময় এলো সৃষ্টির

আজকে আকাশ জ্বলছে, কাল সে হবে বৃষ্টি

এই মাটির বুকেও প্রেম আছে

কষ্ট জানি বুঝবে

এই মাটির বুকেও প্রেম আছে

কষ্ট জানি বুঝবে

তোমার ভালোবাসা জিতবে

আমার ভালোবাসা জিতবে

🎶🎶🎶Interlude🎶🎶🎶

আশা মনে জাগে আশা,

আজ তোমার ছোঁয়াতে

স্বপ্ন এ সবুজ স্বপ্ন, দেখি ভালোবাসাতে

আশা মনে জাগে আশা,

আজ তোমার ছোঁয়াতে

স্বপ্ন এ সবুজ স্বপ্ন, দেখি ভালোবাসাতে

ওই নদীর মনেও প্রেম আছে

স্বপ্ন সে তো বুঝবে

ওই নদীর মনেও প্রেম আছে

স্বপ্ন সে তো বুঝবে

তোমার ভালোবাসা জিতবে

আমার ভালোবাসা জিতবে

🎶🎶🎶Interlude🎶🎶🎶

রোদ্দুর সোনালী রোদ্দুর,

খেলবে সোনার ফসলে

খুশি জীবনের খুশি, দেবো তোমার আঁচলে

রোদ্দুর সোনালী রোদ্দুর,

খেলবে সোনার ফসলে

খুশি জীবনের খুশি, দেবো তোমার আঁচলে

ওই আকাশ মনেও প্রেম আছে

স্বপ্ন সেও বুঝবে

ওই আকাশ মনেও প্রেম আছে

স্বপ্ন সেও বুঝবে

তোমার ভালোবাসা জিতবে

আমার ভালোবাসা জিতবে..

হো .......চলরে(×12)

🙏🙏Thanks from prashanta🙏🙏

Prashanta shaw의 다른 작품

모두 보기logo

추천 내용