menu-iconlogo
huatong
huatong
avatar

Majhe Majhe Tobo Unpluged

Prashmita Paulhuatong
snedkermester3huatong
가사
기록
মাঝে মাঝে তব

Uploaded By Nayeem 00:19

কেন মেঘ আসে হৃদয়-আকাশে

কেন মেঘ আসে হৃদয়-আকাশে

তোমারে দেখিতে দেয় না

মোহমেঘে তোমারে দেখিতে দেয় না

মোহমেঘে তোমারে

অন্ধ করে রাখে

তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

-----------1:33

ক্ষনিক আলোকে আঁখির পলকে

তোমায় যবে পাই দেখিতে

ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে

তোমায় যবে পাই দেখিতে

ওহে হারাই-হারাই সদা হয় ভয়

হারাই-হারাই সদা হয় ভয়

হারাইয়া ফেলি চকিতে

আঁশ না মিটিতে হারাইয়া

পলক না পড়িতে হারাইয়া

হৃদয় না জুড়াতে

হারাইয়া ফেলি চকিতে

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

------3:26

ওহে কি করিলে বলো পাইব তোমারে?

রাখিব আঁখিতে আঁখিতে

ওহে কি করিলে বল পাইব তোমারে?

রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ

এত প্রেম আমি কোথা পাব নাথ

তোমারে হৃদয়ে রাখিতে

আমার সাধ্য কিবা তোমারে

দয়া না করিলে কে পারে?

তুমি আপনি না এলে

কে পারে হৃদয়ে রাখিতে?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

--------4:58

ওহে আর কারো পানে চাহিব না আর

করিব হে আজই প্রাণপণ

ওহে আর কারো পানে চাহিব না আর

করিব হে আজই প্রাণপণ

ওহে তুমি যদি বল এখনি করিবো

তুমি যদি বল এখনি করিবো

বিষয় বাসনা বিসর্জন

দিব শ্রীচরণে বিষয়

দিব অকাতরে বিষয়

দিব তোমার লাগি বিষয়

বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

কেন মেঘ আসে হৃদয় আকাশে?

কেন মেঘ আসে হৃদয় আকাশে?

তোমারে দেখিতে দেয়না

মোহমেঘে তোমারে

অন্ধ করে রাখে তোমারে

দেখিতে দেয়না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাইনা?

Uploaded by Md Nayeem

Prashmita Paul의 다른 작품

모두 보기logo

추천 내용