menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-tomar-ektu-choya-pele-cover-image

Tomar Ektu Choya Pele

Pritom Hasanhuatong
roxy_babes5huatong
가사
기록
তোমার একটু ছোঁয়া পেলে

আমি হারিয়ে যাই

এ বুকে তুমি জড়ালে

ভাসি মন মায়ায়

ও এমনি করে

সারাটা জীবন

তোমার ভালোবাসা চাই

যতন করে রেখেছি তোমায়

আমার এই মন মন্দিরে

নিশিদিন স্বপ্ন বুনে যাই

এই মন পাঁজরে

ও এমনি করে

সারাটা জীবন

তোমার ভালোবাসা চাই

তোমার একটু ছোঁয়া পেলে

আমি হারিয়ে যাই

এ বুকে তুমি জড়ালে

ভাসি মন মায়ায়

তুমি আছো

হৃদয় জুড়ে বুকের মাঝখানেতে

তুমিই জীবন তুমিই মরণ

যেদিকে চাই সবখানেতে

ও এমনি করে

সারাটা জীবন

তোমার ভালোবাসা চাই

তোমার একটু ছোঁয়া পেলে

আমি হারিয়ে যাই

এ বুকে তুমি জড়ালে

ভাসি মন মায়ায়

Pritom Hasan의 다른 작품

모두 보기logo

추천 내용