menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar haat pakhar batashe/R

Rhuatong
가사
기록
তোমার হাত পাখার

by: R

--------RafiqR--------

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে,

কিছু সময় আরো তুমি

থাকো অমার পাশে,

থাকো আমার পাশে

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

--------R---------

যখন কুপি জ্বলা রাতে

আমার থালার গরম ভাতে,

পুঁটি মাছের ঝোল তুলে দাও,

তুমি আপন হাতে

যখন কুপি জ্বরা রাতে

আমার থালার গরম ভাতে

পুঁটি মাছের ঝোল তুলে দাও

তুমি আপন হাতে

সারা দিনের কষ্ট ভূলে,

মনটা আমার হাসে,

মনটা আমার হাসে

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

---------R--------

আমার ছোট্ট ভাঙা ঘরে

যেনো চাঁদের আলো ঝরে

ঘুমাও যখন মাথা রেখে

আমার বুকের পরে

আমার ছোট্ট ভাঙ্গা ঘরে

যেন চাঁদের আলো ঝরে

ঘুমাও তুমি মাথা রেখে

আমার বুকের পরে

মনটা আমার স্বপ্ন হয়ে

চাঁদের খেয়ায় ভাসে,

চাঁদের খেয়ায় ভাসে

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

তোমার হাত পাখার বাতাসে

প্রান জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি

থাকো আমার পাশে

থাকো আমার পাশে

---------RafiqR--------

R의 다른 작품

모두 보기logo

추천 내용