menu-iconlogo
huatong
huatong
avatar

Kholakhuli Bolte Gele Raja Rani Raji

Raj Barman/Anwesshaahuatong
futteluthuatong
가사
기록
খোলা খুলি বলতে গেলে

পড়ে গেছি তোর কবলে

তলিয়েছে মন, ভীষণ রকম

অথৈই জলে

খোলা খুলি বলতে গেলে

পড়ে গেছি তোর কবলে

তলিয়েছে মন, ভীষণ রকম

অথৈই জলে

সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি

এতোটা ডুবেছি

তোর ই তো কারণে

তোকেই তো ভালোবাসতে গিয়ে

খোলা খুলি বলতে গেলে

পরে গেছি তোর কবলে

তলিয়েছে মন, ভীষণ রকম

অথৈই জলে

কপাল গুণে

পেয়েছি তোকে সেই সব দিনে

যখন খালি বৃষ্টি ছাড়া

ছিল না উপায়

ও... এক সাথে চল

পেরিয়ে যাব জমানো জল

পথের ধারে পা ডুবিয়ে

কোথায় কোথায়

সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি

এতোটা ডুবেছি

তোর ই তো কারণে

তোকেই তো ভালোবাসতে গিয়ে

খোলা খুলি বলতে গেলে

পড়ে গেছি তোর কবলে

তলিয়েছে মন, ভীষণ রকম

অথৈই জলে

De Re Na.....

DeRe.....Na.....

DeReeeNa.....aaaaaaa

বলা কওয়া

পেরিয়ে গেছে ধরা ছোয়ার

বাইরে ধরা দে তুই চুপটি করে

ও নিঝুম রাত্রে

জোছনা হয়ে আমার হাতে

পড়ে যা এসে নিজের মত

আমার ঘরে

সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি

এতোটা ডুবেছি

তোর ই তো কারণে

তোকেই তো ভালোবাসতে গিয়ে

খোলা খুলি বলতে গেলে

পড়ে গেছি তোর কবলে

তলিয়েছে মন, ভীষণ রকম

অথৈই জলে

De Re Na.....

DeRe.....Na.....

DeReeeNa.....aaaaaaa

Trackটি ভালো লাগলে

অবশ্যই রেটিং দেবেন

Raj Barman/Anwesshaa의 다른 작품

모두 보기logo

추천 내용