menu-iconlogo
huatong
huatong
avatar

DU HAT TULE GAO RE KRISHNA

Ramakantahuatong
꧁☬༒Rαmαkαntα༒☬꧂.huatong
가사
기록
দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম___

পুরবেরে তোর সকল মনোস্কাম

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম___

পুরবেরে তোর সকল মনোস্কাম

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচোরে মন কৃষ্ণ বোলে

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচোরে মন কৃষ্ণ বোলে

হরেকৃষ্ণ, হরেকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরেরাম, হরেরাম, রাম রাম হরে হরে

কতো পাপী-তাপী তোরে গেলো এই মহানা__মে__

এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে

কতো পাপী-তাপী উদ্ধারিলো এই মহানা__মে__

এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে

শহরে গিয়েও গাইবো কৃষ্ণ নাম___

হবে সেথা বৃন্দাবনো'ধাম

শহরে গিয়েও গাইবো কৃষ্ণ নাম___

হবে সেথা বৃন্দাবনো'ধাম

আজ প্রেমানন্দে বাহুতুলে নাচোরে মন কৃষ্ণ বলে,

আজ প্রেমানন্দে বাহুতুলে নাচোরে মন কৃষ্ণ বলে

কৃষ্ণ নামে মজে ছিলেন গৌর আর নিতাই__

ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরেকৃষ্ণ গাই

কৃষ্ণ নামে মজে ছিলেন গৌর আর নিতাই__

ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরেকৃষ্ণ গাই

পাড়ের কড়ি এই মহানাম___

ভজরে মন হরে কৃষ্ণ নাম

পাড়ের কড়ি এই মহানাম___

ভজরে মন হরে কৃষ্ণ নাম

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম___

পুরবেরে তোর সকল মনোস্কাম

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম___

পুরবেরে তোর সকল মনোস্কাম

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে

আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম, রাম রাম হরে___ হরে___

Ramakanta의 다른 작품

모두 보기logo

추천 내용