menu-iconlogo
huatong
huatong
avatar

Roddure Janalay | ALWAYS.BE.U

Ranahuatong
✨🅰🅻🆆🅰🆈🆂🐝ᵁhuatong
가사
기록
রোদ্দুর এ জানালায়-0.5(3.39)

দাড়িয়ে থাকতে হবেনা

আর তোমায়...(তোমায়)

রোদ্দুর এ জানালায়-0.16(3.30)

দাড়িয়ে থাকতে হবেনা

আর তোমায়...

আমি ফিরবনা আর কোনদিন-0.28(3.18)

তোমার চেনা ঠিকানায়

আমি ফিরবনা আর কোনদিন

তোমার চেনা ঠিকানায়

শুধু দূর থেকে জানিয়ে দেব

হ্যা তোকে ছাড়া আমি ঠিক থেকে নিব

হয়তো প্রথম প্রথম হবে একটু

যন্ত্রণা...

হ্যাঁ আমি এমন এক দোকানদার

যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা..(যন্ত্রণা)

হ্যাঁ আমি এমন এক দোকানদার-1.01(2.45)

যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা।

~০~ UP BY ALWAYS.BE.U ~০~

মন থেকে মনে..এ.-1.13(2.33)

গান থেকে ফোনে

ভাইরাস ছড়াচ্ছে এই জীবনে

মন থেকে মনে..এ.

গান থেকে ফোনে

ভাইরাস ছড়াচ্ছে এই জীবনে

তাই তোর সাথে আজ আড়ি

আমি খেলবোনা

চলে যাবো সোজা বাড়ি

কথা বলবনা...

তোর সাথে আজ আড়ি

আমি খেলবোনা

চলে যাবো সোজা.. বাড়ি

কথা বলবনা...

শুধু দূর থেকে জানিয়ে দেবো

হ্যা তোকে ছাড়া আমি ঠিক থেকে নেবই

হয়তো প্রথম প্রথম হবে একটু

যন্ত্রণা...

হ্যাঁ আমি এমন এক দোকানদার

যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা(যন্ত্রণা)

হে..ই..য়ে

এ...আই..আ

হে..ই..য়ে

এ...আই..আ...

নুন আনতে পান্তা পোঁচে চোলাই-2.27(1.19) - -

ঘরে বেঁধেছে মাকড়শারা জাল

ঘুন ধরেছে আমার বওই এর তাকে

জানালার পাশে দাড়িয়ে মহাকাল

শুধু দূর থেকে জানিয়ে দেবো

হ্যা তোকে ছাড়া আমি ঠিক থেকে নেবই

হয়তো প্রথম প্রথম হবে একটু

যন্ত্রণা...

হ্যাঁ আমি এমন এক দোকানদার

যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা

হ্যাঁ আমি এমন এক দোকানদার

যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা...

হ্যাঁ আমি এমন এক দোকানদার

যার পাল্লা ভর্তি শুধুই.. যন্ত্রণা..

~০~ THNAKS ALL ALWAYS.BE.U ~০~

Rana의 다른 작품

모두 보기logo

추천 내용