menu-iconlogo
huatong
huatong
avatar

Besh Korechi Prem Korechi

Ranbir Kapoorhuatong
catboris1huatong
가사
기록
(M)..তোর প্রেমে পিছলে আগের

রেকর্ড ভেঙেছি

হোক না থানা পুলিশ

ফ্লাইং কিস ছুড়েছি মু.আ

হে তোর প্রেমে পিছলে আগের

রেকর্ড ভেঙেছি

হোক না থানা পুলিশ

ফ্লাইং কিস ছুড়েছি

মাইক নিয়ে বলব সবাই

শোন শোন শোন

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

(F)..তোর চোখে দুষ্টুমির ওই

আগুন দেখেছি

মনে মনে মনের খবর

তোকে দিয়ে রেখেছি

কানে কানে বলছি এবার

শোন শোন শোন

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

(M)..চোখে চোখ যেই পড়েছে

আন্টেনা ঠিক নড়েছে

হৃদয়ের কানেকশানে

তরতাজা সিগন্যাল

আজকাল হঠাৎ করে

বুকে প্রেম ফানুস ওড়ে

তোকে মন দিয়ে এবার

বদলেছে দিনকাল

(F)..চোখে চোখ যেই পড়েছে

আন্টেনা ঠিক নড়েছে

হৃদয়ের কানেকশানে

তরতাজা সিগন্যাল

আজকাল হঠাৎ করে

বুকে প্রেম ফানুস ওড়ে

তোকে মন দিয়ে এবার

বদলেছে দিনকাল

তোর চোখে দুষ্টুমির ওই

আগুন দেখেছি

মনে মনে মনের খবর

তোকে দিয়ে রেখেছি

কানে কানে বলছি এবার

শোন শোন শোন

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

(M)..বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

(M)..ইশারায় ডাকলে কাছে

মনে ঠিক ময়ূর নাচে

পেখমের রং লেগেছে

হৃদয়ের রোশনাই

কেন মন করলি চুরি

চোখে চোখে লুকোচুরি

হারিয়ে যাওয়ার ডাকে

একছুটে পালাই

(F)..ইশারায় ডাকলে কাছে

মনে ঠিক ময়ূর নাচে

পেখমের রং লেগেছে

হৃদয়ের রোশনাই

কেন মন করলি চুরি

চোখে চোখ লুকোচুরি

হারিয়ে যাওয়ার ডাকে

একছুটে পালাই

(M)..তোর প্রেমে পিছলে আগের

রেকর্ড ভেঙেছি

হোক না থানা পুলিশ

ফ্লাইং কিস ছুড়েছি

মাইক নিয়ে বলব সবাই

শোন শোন শোন..

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

বেশ করেছি প্রেম করেছি

করবই তো

Ranbir Kapoor의 다른 작품

모두 보기logo

추천 내용