menu-iconlogo
huatong
huatong
raz-dee-ekakar-cover-image

Ekakar

Raz Deehuatong
rexorionhuatong
가사
기록
(তাই চলো সব ফেলে)

(তাই চলো সব ফেলে)

আজ সকাল মনকাড়া

হয় মন যে আনমনা

Coffee cup হাতে নিয়ে

লিখি সেই কথা আধবলা

সেদিন এর পরিচয়

তুমি আমি অসহায়

এতদিন পরে তবু

মন শুধু তোকে ছুঁতে চায়

আজও আছি তোর পাশে

জীবনের এই অবকাশে

তুই আমি ভাঙা বাঁধ

প্রেমের এই ইতিহাসে

ভালোবাসার প্রাঙ্গণে

আমাদের এই সংসার

তুই যদি সাথি থাকিস

আমার কিছু নেই দরকার

তাই চলো সব ফেলে

যত দুঃখ সব ভুলে

হাতে হাত তুমি আমি হই একাকার

আলো বলে তুমি আমার

বাতাসও তো রাজি আজ

চলো ভেসে যাই চলে

তুমি আমিতে হই একাকার

সময়ের স্রোতে ভেসে চলা

স্মৃতি পিছু থেকে ডাক দিয়ে যায়

হাতড়ে বেড়াই শুধু তোকে

তবু আমি থাকি হাসিমুখে

কত কথা আজও খালি মনে পড়ে

লেখা চিঠির শব্দ হয়ে তারে

রেখে দি যতনে সারা এই জীবনে

আশা শুধু এইটুকু বলি

তোকে ভালোবাসি তাই আছি খালি

চেয়ে পথ সহস্র-কোটি বছরেই

একদিন তুই তাকাবি ঠিক ফিরে

চিনবি আমায় মানুষের ভিড়ে

আমি আজও তোর হারানো খেলার সাথি

তাই চলো সব ফেলে

যত দুঃখ সব ভুলে

হাতে হাত তুমি আমি হই একাকার

আলো বলে তুমি আমার

বাতাসও তো রাজি আজ

চলো ভেসে যাই চলে

তুমি আমিতে হই একাকার

কতদিন কত বছর, সময়ের মাপকাঠি পুরোনো

সেই বুকে লুকানো তুই, রাতের জাগা স্বপ্ন

কত কথা, কত ব্যথা, কত খুশি রুপকথা

ভাগ করে দুটো মন দিয়েছিল সারাক্ষণ

নেই যেন তুই কাছে, পড়ে তোর স্মৃতি আছে

আঁধারেতে রাতভোরে, পুরানো যে এ শহর

আমি যে আছি অকপটে, চারদেয়াল কড়িকাঠে

আছি তবু নেই যেন তুই ছাড়া এ জীবনে

তাই চলো সব ফেলে

যত দুঃখ সব ভুলে

হাতে হাত তুমি আমি হই একাকার

আলো বলে তুমি আমার

বাতাসও তো রাজি আজ

চলো ভেসে যাই চলে

তুমি আমিতে হই একাকার

তাই চলো সব ফেলে

যত দুঃখ সব ভুলে

হাতে হাত তুমি আমি হই একাকার

আলো বলে তুমি আমার

বাতাসও তো রাজি আজ

চলো ভেসে যাই চলে

তুমি আমিতে হই একাকার

Raz Dee의 다른 작품

모두 보기logo

추천 내용