menu-iconlogo
huatong
huatong
avatar

দুনিয়ার চক্কর কার আছে কোথা ঘর - Duniyar Chokkor Kar Ache

Razzakhuatong
༄❥⃝𖤓M.𝐉𝐈𝐁O𝐍❥⃝♻️🅱🆂🅰♻️huatong
가사
기록
গানের কথাঃ দুনিয়ার চক্কর কার আছে কোথা ঘর...

চলচ্চিত্রঃ অগ্নিশিখা,

শিল্পীঃ রাজ্জাক,

----------------------------------

🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...

----------------------------------

দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,

দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,

কেউতো জানে না,

আমি কার,কে আমার?

কিছু তো বুঝি না...

আমি কার,কে আমার?

কিছু তো বুঝি না...

দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,

কেউতো জানে না,

Music

কেউ চায় রাজত্ব,কেউ সিংহাসন,

এ্যা এ্যা,কেউ চায় রাজত্ব,আর কেউ সিংহাসন,

কেউ চায় রাজত্ব,কেউ সিংহাসন,

মোর মতো অভাগারা

খুঁজে শুধু মন...

জেনেছি জেনেছি এই

মন বলতে কিছু নেই,

জেনেছি জেনেছি এই

মন বলতে কিছু নেই,

সংসারটা শুধু স্বার্থের কারখানা...

দুনিয়ার চক্কর, কার আছে কোথা ঘর,

কেউতো জানে না,

Music

কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,

আরে,কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,

কিছু থাকে অদৃশ্যে,কিছু দেখা যায়,

কার ব্যথা কোনখানে,সেতো বোঝা দায়...

সবকিছু গোলমেলে,কি হবে অশ্রু ফেলে ?

সবকিছু গোলমেলে,কি হবে অশ্রু ফেলে ?

জীবনটা যেন ভাগ্যের খেলনা...

দুনিয়ার চক্কর,কার আছে কোথা ঘর,

দুনিয়ার চক্কর,কার আছে কোথা ঘর,

কেউতো জানে না...

জানে না...

জানে না...

----------------------------------

খোদা হাফেজ

Uploaded by Moinul Jibon

Razzak의 다른 작품

모두 보기logo

추천 내용