menu-iconlogo
huatong
huatong
avatar

রাত নামে দুচোখে ঘুম জড়ায় লাল পরী, নীল পরীর কল্পনায়...(R&MMC)

Rezaul / Munnihuatong
꧁🎶𒆜Rezaul🌿Ahmed𒆜🎶꧂huatong
가사
기록
রাত নামে দু'চোখেএ ঘুম জআআড়ায়

লাল পরী, নীল পরীর কল্পনায়ায়ায়

রাত নামে দু'চোখেএ ঘুম জড়াআআয়

লাল পরী, নীল পরীর কল্পনায়ায়

স্বপ্নেরিইই দেশেতে চল যাআআই একসাথে

যেখানেএ চাঁদ মামাআ গান শোনায়ায়ায়

রাত নামে দু'চোখে ঘুম জড়াআআআয়

লাল পরী নীল পরীর কল্পনায়ায়ায়

আপলোডঃ রেজাউল&মুন্নী

জোনাকী জ্বলে আআর নিভে যায়ায়

রাত পাখি আঁধারেএএ ডেকে যায়ায়ায়

প্রহরে প্রহরে আকাশেএ ঐ দূরে

জাগেরে তারারা কি আশায়ায়

জাগেরে তারারা কি আশায়ায়ায়

স্বপ্নেরি দেশেতে চল যাইই একসাথে

যেখানে চাঁদ মামা গান শোনায়য়ায়ায়

আপলোডঃ রেজাউল&মুন্নী

সেই আশায় দিন আমার কেএএটে যায়য়ায়

ফুটবে যেএ কবে ফুল ভওওরষায়ায়ায়

আপলোডঃ রেজাউল&মুন্নী

হুমম সেই আশায় দিন আমাআয়ার কেটে যায়ায়

ফুটবে যেএ কবে ফুউউল ভওওরষায়

সুখেরি সেইই দিন আসবে যেএএ একদিন

দিন গুণে মন যে তাই আলোও ছায়ায়ায়

দিন গুণে মন যে তাই আলো ছায়ায়ায়

স্বপ্নেরিইই দেশেতে চল যাআয়াই একসাথে

যেখানেএ চাঁদ মামা গান শোনায়ায়ায়

রাত নামে দু'চোখে ঘুম জড়ায়ায়ায়

লাল পরী নীল পরীর কল্পনায়ায়

স্বপ্নেরিইই দেশেতে চল যাইই একসাথে

যেখানে চাঁদ মামা গাআআন শোনায়ায়

রাত নামে দু'চোখে ঘুম জড়ায়ায়

লাল পরী নীল পরীর কল্পনায়ায়ায়...

Rezaul / Munni의 다른 작품

모두 보기logo

추천 내용