menu-iconlogo
huatong
huatong
avatar

Loy's Playlist - Jodi Bhabo

Riad Hasanhuatong
가사
기록
যদি ভাবো,

ভাবছি তোমায়…

ঠোঁটের মাঝে

আঙ্গুল রেখেছি …

হালকা হাওয়ায়

সন্ধ্যে বেলায়..

জেনো শুধু

আমি এসেছি,

উড়তে থাকা কাগজের কোণায়

সুতোর টানে কত গান বেঁধেছি

উড়তে থাকা এ হাওয়া শোনায়

তোমার যে গান আমি শুনেছি

রাতের আলোয় সাগর পাঁড়ে

তোমার স্মৃতি আঁকড়ে থেকেছি।

তেরে না.. তা না

তেরে না..

তেরে না

[Interlude]

বন্ধ… দরজা

ও পাশে প্রদীপ জ্বেলে

কোন… সুদূরে

স্বপ্নে বিভোর হয়েছি

রোদ… পড়ে রয়

আমার চাঁদর জুড়ে

অন্ধ আবেগে

তোমাতেই স্বর্গ দেখেছি

উড়তে থাকা কাগজের কোণায়

সুতোর টানে কত গান বেঁধেছি

উড়তে থাকা এ হাওয়া শোনায়

তোমার যে গান আমি শুনেছি

রাতের আলোয় সাগর পাঁড়ে

পাথরের মত আমি ক্ষয়েছি

তেরে না.. তা না

তেরে না..

তেরে না

উড়তে থাকা কাগজের কোণায়

সুতোর টানে কত গান বেঁধেছি

উড়তে থাকা এ হাওয়া শোনায়

তোমার যে গান আমি শুনেছি

উড়তে থাকা কাগজের কোণায়

সুতোর টানে কত গান বেঁধেছি

উড়তে থাকা এ হাওয়া শোনায়

তোমার যে গান আমি শুনেছি

***************

• Loy •

• Party Room ID: 122617 •

*Life is all about music…just play it*

Riad Hasan의 다른 작품

모두 보기logo

추천 내용