menu-iconlogo
huatong
huatong
avatar

বড়লোকের মাইয়া_আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার/Rifat-LRB

Rifat-LRBhuatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
가사
기록
শিরোনামঃ বড়লোকের মাইয়া।

শিল্পীঃ আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার।

⫸=====Rifat=====⫷

M<] ও বড়লোকের মাইয়া কক্সবাজারে আইয়া

ডিজে গান ছাইড়া দিয়া দিলিরে কাঁপাইয়া

This Track Arranged By Rifat-LRB

F<] ও বাউন্ডুলের ছোকরা তোর চুলগুলো বেশ ঝাঁকড়া

বেহায়ার মতো ঘুরে করিস না আর আকড়া

M<] তোর ডাগর ডাগর চোখে হার্টবিট বাড়াই বুকে

তোর ডাগর ডাগর চোখে হার্টবিট বাড়াই বুকে

আমি শুধু তোরই দাবিদার,,,

F<] তোর প্রেমের টুপে মায়ার চিপে গাঁথিস না আঁদার

তুই ঘুরে ঘুরে যাবি মরে জীবন হবে পার

M<] তুই হেলে দুলে দুলে হেলে চলিস না রে আর

তুরে দেখে দেখে আমার বুকে বাড়ে হাহাকার,

Presented By GAAN BRISTY FAMILY-Room-897627

M<] গভীর রাতে,,,

গভীর রাতে ফেইসবুকেতে করিস শুধু চ্যাটিং

সকাল বিকাল হরেক ছেলের সাথে থাকে ডেটিং

F<] একটা কথা শুনরে পোলা নাই কিরে তোর কাজ

ফুচকা পুরীর দোকান দে তুই নয়তো মরে বাস

M<] তোর আপেল আপেল গালে পাগল করা টুলে

তোর আপেল আপেল গালে পাগল করা টুলে

হয়ে যাব আমি একাকার,,,

F<] তোর প্রেমের টুপে মায়ার চিপে গাঁথিস না আঁদার

তুই ঘুরে ঘুরে যাবি মরে জীবন হবে পার

M<] তুই হেলে দুলে দুলে হেলে চলিস না রে আর

তুরে দেখে দেখে আমার বুকে বাড়ে হাহাকার,

Presented By GAAN BRISTY FAMILY-Room-897627

F<] আমার প্রেমে,,,হায়!

আমার প্রেমে কত্ত ছেলে খাচ্ছে হাবুডুবু

সুযোগ পেলে বলে ওরা চল পালাই যাই বাবু

M<] সস্তা জাতের আশেপাশে ঘুরে শুধু মাছি

এসব নিয়ে বড়াই কর লজ্জায় না বাঁচি

F<] তুই করিস যত আলাপ সব পাগলের প্রলাপ

তুই করিস যত আলাপ সব পাগলের প্রলাপ

ভালো চাইলে আমার পিছু ছাড়,,,

তোর প্রেমের টুপে মায়ার চিপে গাঁথিস না আঁদার

তুই ঘুরে ঘুরে যাবি মরে জীবন হবে পার

M<] তুই হেলে দুলে দুলে হেলে চলিস না রে আর

তুরে দেখে দেখে আমার বুকে বাড়ে হাহাকার,

F<] তোর প্রেমের টুপে মায়ার চিপে গাঁথিস না আঁদার

তুই ঘুরে ঘুরে যাবি মরে জীবন হবে পার

M<] হৈ তুই হেলে দুলে দুলে হেলে চলিস না রে আর

তুরে দেখে দেখে আমার বুকে বাড়ে হাহাকার,

⫸=ধন্যবাদ=⫷

Rifat-LRB의 다른 작품

모두 보기logo

추천 내용