menu-iconlogo
huatong
huatong
avatar

জানিতে চাই দয়াল Janite Chai Doyal Tomar

Rinkuhuatong
nana4550huatong
가사
기록
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে

কত্ত রকমে ডাকি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

কেও তোমায় বলে ভগবান...

আবার গট বলে কেও করে আহবান

কেও খোদা কেও জিহুদা কে কয় পাকিয়ান

আবার কেও খোদা কেও জিহুদা কে কয় পাকিয়ান

চাইলাম জনম ভরে মুখস্ত দান

চাইলাম জনম ভরে মুখস্ত দান

মুখ বলা টিয়া পাখি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

সর্ব স্বার্থে শুনিতে যে পাই

তোমার নাকি পিতা মাতা নাই

তবে তোমার নাম ও করন কে করল সাই

বসে ভাবি তাই

তুমি নামি কি অনামি হে সাই

,তুমি নামি কি অনামি হে সাই

আমরা তার বুঝি বা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

আবার কেও পিতা কেও পত্র কয়

ওরে বন্ধু বলে কেও দেয় পরিচয়

তুমি সকলের সকল আবার কার কিছু নয়

তুমি সকলের সকল আবার কার কিছু নয়

তোমার যে আসল পরিচয়

তোমার যে আসল পরিচয় কে জানে টা কিনা কি

জানিতে ছাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে ছাই দয়াল তোমার আসল নাম টা কি

পাগল বিজয় বলে মনের কথা কই

আমি খাতি ভাবের পাগল নই

আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই

আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই

আমার বুকে যা নাই মুখে তাই কই

আমার বুকে যা নাই মুখে তাই কই

কাটা কান চুলে ডাকি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে

কত্ত রকমে ডাকি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

জানিতে চাই দয়াল তোমার আসল নাম টা কি

আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে

কত্ত রকমে ডাকি

Rinku의 다른 작품

모두 보기logo

추천 내용