menu-iconlogo
huatong
huatong
runa-layla-chonchola-haware-dhire-dhire-cholre-cover-image

চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে - Chonchola Haware Dhire Dhire Cholre

Runa Laylahuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
가사
기록
গানের কথাঃ চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে...

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,

সুরকারঃ আনোয়ার পারভেজ,

মূলশিল্পীঃ রুনা লায়লা,

চলচ্চিত্রঃ দি রেইন (২৬/০৯/১৯৭৬ইং),

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম/অলিভিয়া প্রমুখ,

পরিচালকঃ এস,এম,সফি।

-------------

আ~আ~আ~আ~আ~আ~আ~

আ~আ~আ~আ~আ~আ~

আ~আ~আ~আ~আ~আ~আ~

আ~আ~আ~আ~আ~আ~

--Music--

চঞ্চলা হাওয়ারে.. ধীরে ধীরে চলরে..

গুন গুন গুঞ্জনে.. ঘুম দিয়ে যা রে...

পরদেশী মেঘ রে..আর কোথা যাসনে..

বন্ধু ঘুমিয়ে আছে,দে ছায়া তারে...

বন্ধু ঘুমায় রে...

আয়রে...মেঘ আয়রে...

আয়রে...মেঘ আয়রে...

--Music--

ও গো ফুল তুমি..আজ ঝরে যাও না..

এই মধুক্ষণে..বাসর সাজাও না,

-Short Music-

ও আঁচল তুমি..দূরে সরে যেও না,

মুখ ঢেকে রাখো,লাজ কেড়ে নিও না,

পরশমনিরে আজ,মন কাছে পেয়েছে...

পরদেশী মেঘ রে..আর কোথা যাসনে..

বন্ধু ঘুমিয়ে আছে,দে ছায়া তারে...

বন্ধু ঘুমায় রে...

আয়রে...মেঘ আয়রে..

আয়রে...মেঘ আয়রে...

--Music--

ওগো মেঘ তুমি..এত জোরে এসো না,

ঝড় হয়ে শেষে,ঘুম ভেঙে দিও না,

-Short Music-

ঘুম ভেঙে গেলে,সে তো কাছে রবে না,

না বলা কথা,আর বলা হবে না,

কি যেনো কি দিতে পারে,আরো বাকি রয়েছে...

পরদেশী মেঘ রে..আর কোথা যাসনে..

বন্ধু ঘুমিয়ে আছে,দে ছায়া তারে...

বন্ধু ঘুমায় রে...

আয়রে...মেঘ আয়রে...

-------

আপলোডঃ মইনুল জীবন।

Runa Layla의 다른 작품

모두 보기logo

추천 내용