তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি
তুমি কি আমায় বন্ধু
কাল ভালবাসনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি
নদী......
নদী যদি হয়রে ভরাট,কানায় কানায়
হয়ে গেলে শূন্য হটাৎ,তাকে কি মানায়
নদী যদি হয়রে ভরাট,কানায় কানায়
হয়ে গেলে শূন্য হটাৎ,তাকে কি মানায়
তুমি কি আমায় বন্ধু
কাল মনে রাখনি
কাল কেন আসোনি
কাল ভালবাসনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি
আকাশে.....
আকাশে ছিল না বলে হায়, চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়,আসোনি কাল কি
আকাশে ছিল না বলে হায়, চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায়,আসোনি কাল কি
তুমি কি আমায় বন্ধু
কাল অভিলাসনি
কাল কেন আসোনি
কাল ভালবাসনি
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসোনি
বনে......
বনে বনে পাখি ডেকে যায়,আবোল তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায়
দিয়ে যায় দোল
বনে বনে পাখি ডেকে যায়,আবোল তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায়
দিয়ে যায় দোল
তুমি কি আমায় বন্ধু
একবারও ডাকনি
কাল কেন আসোনি
কাল ভালবাসনি
আসনি
কাল ভালবাসনি