menu-iconlogo
huatong
huatong
avatar

Gorechhi Ami Bhalobasar Tajmahal

S M Sharathuatong
༄LITON.AHMED᭄✿ᴊʀʙ࿐🇧🇩huatong
가사
기록
ছেলে-গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

তুমি ভুল করে ভেঙে দিও না

ভুল করে ভেঙে দিও না

মেয়ে-গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

লিটন আহমেদ

আকাশের সব নিল এনেছি আমি

ছেলে-তোমার চোখে রাখবো বলে

বাতাসের সব সুর সেদেছি আমি

তোমার গীতিকার লিখব বলে

তুমি মিথ্যে হয়ে আমার আশায়

মিথ্যে হয়ে আমার আশায় ধুলো দিও না

মেয়ে-গড়েছি আমি ভালবাসার...তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

লিটন আহমেদ

মেয়ে-পাহাড়ের কাছে গিয়ে চাইতে যে নেই

তোমার হৃদয়ের ফুল চেয়েছি

সাগরের কাছে গিয়ে হৃদয় ছিনে

হৃদয়ের ফুল দিয়ে মালা গেঁথেছি

তুমি দুঃখ হয়ে আমার এ সুখ

দুঃখ হয়ে আমার এ সুখ কেড়ে নিও না

ছেলে-গড়েছি আমি ভালবাসার... তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

তুমি ভুল করে ভেঙে দিও না

ভুল করে ভেঙে দিও না

মেয়ে-গড়েছি আমি ভালবাসার তাজমহল

গড়েছি আমি ভালবাসার তাজমহল

S M Sharat의 다른 작품

모두 보기logo

추천 내용

Gorechhi Ami Bhalobasar Tajmahal - S M Sharat - 가사 & 커버