menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi arek jonom ami paigo

S M Sharathuatong
nellie_snchzhuatong
가사
기록
যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

কারে দেখাবো আমি বুকের ব্যথা

তুমি যে আমার সাথী হলেনা

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারিনা

কারে দেখাবো আমি বুকের ব্যথা

তুমি যে আমার সাথী হলেনা

এমন করে বুকে জ্বলছে আগুন

সইতে আমি আর পারিনা

তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাঁইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

আরো নতুন নতুন গান পেতে আমার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

সেই চোখে সাগর জোয়ার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান

সেই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শতো ব্যথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

S M Sharat의 다른 작품

모두 보기logo

추천 내용

Jodi arek jonom ami paigo - S M Sharat - 가사 & 커버