menu-iconlogo
huatong
huatong
avatar

Jete Jete Ekla Pothe

Saawariya/Ranbir Kapoorhuatong
sentinels55_86huatong
가사
기록
Bengali lyric

যেতে যেতে একলা পথে

নিবেছে মোর বাতি।

ঝড় এসেছে, ওরে, এবার

ঝড়কে পেলেম সাথি।

আকাশ-কোণে সর্বনেশে

ক্ষণে ক্ষণে উঠছে হেসে

প্রলয় আমার কেশে বেশে

করছে মাতামাতি।

যে পথ দিয়ে যেতেছিলেম

ভুলিয়ে দিল তারে

আবার কোথা চলতে হবে

গভীর অন্ধকারে।

বুঝি বা এই বজ্ররবে

নূতন পথের বার্তা কবে

কোন্ পুরীতে গিয়ে তবে

প্রভাত হবে রাতি।

Saawariya/Ranbir Kapoor의 다른 작품

모두 보기logo

추천 내용