menu-iconlogo
huatong
huatong
avatar

Heart Touching Love Story

Sabbir Mahmudhuatong
mrspauldhuatong
가사
기록
ভালো থাকার জন্যই তো

তুমি আমাকে ছেড়ে চলে গেলা

এই যা আমি আপনাকে তুমি বলে ফেললাম

মেয়েঃ তুমি কি এখনো আমার উপর রেগে আছো

ছেলেঃ না..........।

রাগ করবো কেন আপনার সাথে ,,

আপনি কে আমার ?

আপনার সাথে রাগ করবো

আর রাগ ,সেটা তো তার সাথেই করা যায়,

যে কিনা রাগের মূল্য বুঝে

মেয়েঃ তাহলে আমি তোমার কেউ না

ছেলেঃ থাক এসব কথা বাদ দেয় ,

এখন বলেন আপনার বর কে নিয়ে কেমন আছেন

মেয়েঃ ভালো আছেি

আচ্ছা একটা কথা বলবো ?

ছেলেঃ হুমমমমমমম....... বলেন

মেয়েঃ সত্যি করে বলো তুমি কি আগের মতো

আমাকে ভালবাস না ?

ছেলেঃ না ....ভালবাসি ..... না !.!.!

আমি যাকে ভালবেসে ছিলাম

সে তো অনেক আগেই মরে গেছে

তাই এখন আরর কাউকে ভালবাসি না

মেয়েঃ

আচ্ছা,, তুমি কি বিয়ে করেছো ?

ছেলেঃ না , কিন্তু খুব তারাতাড়ি করবো

মেয়েঃ আচ্ছা,,আমি যদি তোমার কাছে

আবার ফিরে আসি,,তাহলে কি আমাকে

এখন আবার গ্রহণ করবা ?

ছেলেঃ আচ্ছা বায়.............

আমার একটু জরুরী কাজ আছে

পরে কথা হবে............

মেয়েঃ পরে কখন............?

ছেলেঃ হবে হয়তো বা...!

কোন এক গভীর রাতে

যখন আমার বউ ঘুমিয়ে থাকবে

আর তোমার স্বামী ও

নাক ডেকে ডেকে ঘুমাবে

ঠিক তখন আবার কথা হবে

Sabbir Mahmud의 다른 작품

모두 보기logo

추천 내용