menu-iconlogo
huatong
huatong
sabina-yasminkhurshid-alam-joubonta-ek-prempotro-cover-image

যৌবনটা এক প্রেমপত্র - Joubonta Ek Prempotro

Sabina Yasmin/Khurshid Alamhuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
가사
기록
গানের কথাঃ যৌবনটা এক প্রেমপত্র,

---------------------

মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,

ছেলেঃ থাকবে না তাতে কোন শর্ত,

মেয়েঃ তুমি,

ছেলেঃ আর আমি,

মেয়েঃ আমি,

ছেলেঃ আর তুমি,

মেয়েঃ তুমি আমি,

ছেলেঃ আমি তুমি,

মেয়েঃ দুজনে,

ছেলেঃ দুজনকে,

ছেলেঃ+মেয়েঃ চিরদিন ভালোবেসে যাবো!

Short Music

ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,

ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!

Music

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,

সুরকারঃ সত্য সাহা,

মূলশিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও খুরশীদ আলম,

চলচ্চিত্রঃ প্রতিনিধি (১৬/০১/১৯৭৬ইং),

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/সুজাতা/শাবানা প্রমুখ,

পরিচালকঃ আজিম।

Music

মেয়েঃ এইতো বেশ ভালো আছি এইতো,

ছেলেঃ নেই তো আর পিছুটান নেই তো,

এহে হে হে হে হে হে,

মেয়েঃ ওহো হো হো হো হা হা আ,

Short Music

মেয়েঃ এইতো বেশ ভালো আছি এইতো,

ছেলেঃ নেই তো আর পিছুটান নেই তো,

মেয়েঃ য়ূমহুম হুম যেখানে মন চায়,

দূর কোন নিরালায়,

ছেলেঃ আমাদের ছোট্টনীড়,

ছেলেঃ+মেয়েঃ ভালোবেসে সেইখানে বাঁধবো!

Short Music

ছেলেঃ হেয়!

ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,

ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!

Music

মেয়েঃ স্বপ্ন আজ হলো নতুন স্বপ্ন,

ছেলেঃ লগ্ন আজ এলো প্রেমের লগ্ন,

মেয়েঃ য়ূমহুম হুম লোকে যদি কিছু কয়,

নেই লাজ নাই ভয়,

ছেলেঃ আমরণ একসাথে,

ছেলেঃ+মেয়েঃ পাশাপাশি মুখোমুখি থাকবো!

Short Music

ছেলেঃ হেয়!

ছেলেঃ+মেয়েঃ যৌবনটা এক প্রেমপত্র,

ছেলেঃ+মেয়েঃ থাকবে না তাতে কোন শর্ত!

---------------

আপলোডঃ মইনুল জীবন।

Sabina Yasmin/Khurshid Alam의 다른 작품

모두 보기logo

추천 내용