menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Mane Tumi - আমি মানে তুমি

Sadman Pappuhuatong
forhad99huatong
가사
기록
শিরোনামঃ আমি মানে তুমি

শিল্পীঃ সাদমান পাপ্পু

কথা ও সুরঃ পাগলা ইমরান

অ্যালবামঃ কাজলা দিঘি

আমার কাছে তুমি মানে

সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে

অমূল্য রতন

তোমার কাছে হয়তো বন্ধু

আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে বন্ধু

আমি আসিনা

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমার মনে বন্ধু তুমি

আমার সব কিছু

তাই পাগলের মত

ছুটি তোমার পিছু

তোমার কাছে হয়তো বন্ধু

আমি ভালো না

তাই তো তোমার মনের ভেলায়

আমি ভাসিনা

.....

আমার মনে বন্ধু তুমি

আমার সব কিছু

তাই পাগলের মত

ছুটি তোমার পিছু

তোমার কাছে হয়তো বন্ধু

আমি ভালো না

তাই তো তোমার মনের ভেলায়

আমি ভাসিনা

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমার চোখে বন্ধু তুমি

রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া

দেয় যে পাহারা

তোমার মনে হয়তো পাগল

ছাড়া কিছু না

তাই তো হাসো দেখে আমায়

ওরে ললনা

......

আমার চোখে বন্ধু তুমি

রাতের ধ্রুবতারা

তোমায় আমি রাত জাগিয়া

দেয় যে পাহারা

তোমার মনে হয়তো পাগল

ছাড়া কিছু না

তাই তো হাসো দেখে আমায়

ওরে ললনা

আমার কাছে তুমি মানে

সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে

অন্য রকম

তোমার কাছে হয়তো বন্ধু

আমি কিছু না

তাই তো তোমার স্বপ্নে

বন্ধু আমি আসিনা

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমি মানে তুমি আর

তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

আমার কাছে আমার চেয়ে

বন্ধু তুমি দামী

Sadman Pappu의 다른 작품

모두 보기logo

추천 내용