menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Tor Laiga Re

Salim Chowdhuryhuatong
emmafayehuatong
가사
기록
বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় বাহির হইতাম

ছাইড়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

ও বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় চলিয়া যাইতাম

থুইয়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

বটবৃক্ষের তলে গেলাম

ছায়া পাইবার আশে

বটবৃক্ষের তলে গেলাম

ছায়া পাইবার আশে

ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে

আপন কর্মদোষে

হায় রে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে

আপন কর্মদোষে

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় বাহির হইতাম

ছাইড়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

অরণ্য জঙ্গলার মাঝে

আমার একখান ঘর

অরণ্য জঙ্গলার মাঝে

আমার একখান ঘর

ভাইও নাই, বান্ধবও নাই মোর

কে লইতো খবর হায় রে

ভাইও নাই, বান্ধবও নাই মোর

কে লইতো খবর

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় চলিয়া যাইতাম

থুইয়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

সৈয়দ শাহ নূরে কান্দইন

নদীর কূলে বইয়া

সৈয়দ শাহ নূরে কান্দইন

নদীর কূলে বইয়া

পাড় হইমু পাড় হইমু করি

দিন তো যায় মোর গইয়া

হায় রে, পাড় হইমু পাড় হইমু করি

দিন তো যায় মোর গইয়া

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় বাহির হইতাম

ছাইড়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

ও বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরজর

মনে লয় চলিয়া যাইতাম

থুইয়া বাড়ি-ঘর

বন্ধু তোর লাইগা রে

Salim Chowdhury의 다른 작품

모두 보기logo

추천 내용