জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
পদধ্বনি শুনে তার আমি বারে বারে
ছুটে যাই দ্বারে
ভুল ভেঙ্গে যায়
আমারে কাঁদায়ে শুধু খেলা করে হায়
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
আকাশে উঠেছে ঝড়
কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি...
বালুচরে বাসা
বালুচরে বাসা
আকাশে উঠেছে ঝড়
কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি...
বালুচরে বাসা
বালুচরে বাসা
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
তবু তার পানে চেয়ে থাকি হায়
সহিতে পারি না তার এই নিভে যাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
ছলছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া