menu-iconlogo
huatong
huatong
avatar

Harer Ghor Khani II হাড়ের ঘর খানি

Sandipanhuatong
___𝙃𝙧𝙞𝙙𝙤𝙮࿐huatong
가사
기록
হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া

হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া।

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

কবে দিবে গো উড়া ওসাঁইজি

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া

হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া।

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

কবে দিবে গো উড়া ওসাঁইজি

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

Track Arranged___Hridoy

দন্ত পড়িবে কেশও পাকিবে

জৈবন পড়িয়া যাবে ভাটি

দন্ত পড়িবে কেশও পাকিবে

জৈবন পড়িয়া যাবে ভাটি

দিনে দিনে খসিয়া পড়িবে

দিনে দিনে খসিয়া পড়িবে

রঙ্গিলা দালানের মাটি ওসাঁইজি

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

Track Arranged___Hridoy

বাল্য কাল গেলো হাসিতে খেলিতে

যৈবন কাল গেলো রঙ্গো রসে ..

বাল্য কাল গেলো হাসিতে খেলিতে

যৈবন কাল গেলো রঙ্গো রসে

বৃদ্ধ কাল গেলো ভাবিতে চিন্তিতে

বৃদ্ধ কাল গেলো ভাবিতে চিন্তিতে

গুরু ভজিবি কোন কালে,ওসাইজী

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া

হাড়ের ঘরখানি চামের ছাউনি

বন্ধে বন্ধে জোড়া।

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী

কবে দিবে গো উড়া, ওসাঁইজি

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

কোন রঙে বাঁধিয়াছো ঘর ময়ূরের

Track Arranged___Hridoy

Sandipan의 다른 작품

모두 보기logo

추천 내용