menu-iconlogo
huatong
huatong
avatar

Tanpuratar Moto Kache Jodi Thakte

Sanjoy Kumar Dashuatong
S🎹M🎹Z🎹🌻🇫u200b🎶🇸u200bhuatong
가사
기록
Fearless Singers Family এর পক্ষ থেকে সবাই কে

অনেক অনেক শুভেচছা ও

অভিনন্দন

শ্রদ্ধেয় প্রয়াত এন্ড্রু কিশোর এ-র

একটি অসাধারণ গান আপলোড করলাম

গান ঃ তানপুরাটার মতো

শিল্পী এন্ড্রু কিশোর

......১....২.....৩.......

তানপুরাটার মতো কাছে যদি থাকতে,

মনেরি কথা যদি, গানে গানে বলতে

তাহলে দুঃখ বুকে,

পারতো না কোনদিন জমতে।

ও ও তাহলে দুঃখ বুকে

পারতো না কোনদিন জমতে।।

ও ম.. তানপুরাটার মতো পাশে যদি থাকতে,।।

Sanjoy Kumar Das

Captain Fearless Singers Family

Family ID 668911

যে কোন কারাওকে গানের জন্য

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আশায় আশায় কতো

রাত জেগেছি,

ফিরে আসোনি তুমি, একা রয়েছি।

আশায় আশায় কতো

রাত জেগেছি,

ফিরে আসোনি তুমি, একা রয়েছি।

নিরবে অশ্রু ঝরে

পারলেনা কোনদিন জানতে

তাহলে দুঃখ বুকে,

পারতো না কোনদিন জমতে।

ও ও তাহলে দুঃখ বুকে

পারতো না কোনদিন জমতে।।

Sanjoy Kumar Das

Captain Fearless Singers Family

Family ID 668911

যে কোন কারাওকে গানের জন্য

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

তোমার চলার পথে

বাধা হবোনা

আড়ালে চলে যাবো

দেখা পাবেনা

তোমার চলার পথে

বাধা হবোনা

আড়ালে চলে যাবো

দেখা পাবেনা

কখনও ভাংলে ভুল

এসো না আমাকে খুঁজতে

তাহলে দুঃখ বুকে,

পারতো না কখনো জমতে।

ও ও তাহলে দুঃখ বুকে

পারতো না কখনো জমতে।

ওম..তানপুরাটার মতো কাছে যদি থাকতে,

মনেরি কথা যদি, গানে গানে বলতে

তাহলে দুঃখ বুকে,

পারতো না কোনদিন জমতে।

ও ও তাহলে দুঃখ বুকে

পারতো না কোনদিন জমতে।।

ও হ তানপুরাটার মতো পাশে যদি থাকতে

সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে

থাকার জন্য.....

Sanjoy Kumar Das의 다른 작품

모두 보기logo

추천 내용