menu-iconlogo
huatong
huatong
avatar

লোকে বলে তোকে

Sathi Khanhuatong
Rainbow8684huatong
가사
기록
মেয়েঃ} লোকে বলে তোকে..।

লোকে বলে তোকে

তুই বড় জুয়ারি

তুই বড়, জুয়ারি।

আমি জানি প্রেমের খেলায়।

তুইতই আনারি।

চোখের সামনে সুন্দর মাইয়া।

দেখলিনারে একবার চাইয়া।

চোখের সামনে সুন্দর মাইয়া..।

দেখলিনারে একবার চাইয়া।

তোর জন্য রয়ে গেলাম আজও কুমারী।

হায় হায় হায়।

ছেলেঃ} লোকে বলে তোকে

তুই বেহায়া নারী।

তুই বেহায়া নারী।

ভাবিসনা তুই আমার চেয়ে বড় শিকারী।

দেখতে তুই যে সুন্দর মাইয়া।

তবু তোরে লাগে গাইয়া...।

দেখতে তুই যে সুন্দর মাইয়া।

তবু তোরে লাগে গাইয়া।

জেনে ভালোবাসতে আমি কি পারি।

Any problem?

হোয় হোয় হোয়।

লোকে বলে তোকে

তুই বেহায়া নারী।

ভাবিসনা তুই আমার চেয়ে বড় শিকারী।

You can check out my music book to get the latest new music

মেয়েঃ} কাছে পেতে আমায় চায় কতোনা লোকে।

মনে মনে ভালোবাসি, আমি যে তোকে ।

ছেলেঃ} করিসনাতো আয় হায় তুই এতো পানা।

জানি আমি জানি রে তুই বড়ই শেয়ানা।

মেয়েঃ} হায়রে আমার কপাল মন্দ।

চোখ থাকিতে তুই যে অন্ধ।

কার জন্য রয়ে গেলাম, আজও কুমারী, হায়।

ছেলেঃ} হোয় হোয় হোয়।

লোকে বলে তোকে

তুই বেহায়া নারী।

ভাবিসনা তুই আমার চেয়ে বড় শিকারী।

ছেলেঃ} শোন, আমি রাজা আমার হবে সেইত রাণী.।

সোনার মুকুট পরে, হবে যে গরোবিনি।

মেয়েঃ} রাণী হতে চাইনা হবো তোর সজনী...।

পথো চেয়ে থাকবো আমি শত রজনী।

ছেলেঃ} লক্ষ জনম থাকনা চাইয়া,

গলবেনা মন ওরে মাইয়া।

জেনে শুনে তোর ফাদে, পরতে কি পারি..।

মেয়েঃ} হায় হায় হায়।

লোকে বলে তোকে

তুই বড় জুয়ারি

তুই বড়, জুয়ারি।

আমি জানি প্রেমের খেলায়।

তুইতই আনারি।

চোখের সামনে সুন্দর মাইয়া।

দেখলিনারে একবার চাইয়া

তোর জন্য রয়ে গেলাম, আজও কুমারী..।

ছেলেঃ} হোয় হোয় হোয়।

লোকে বলে তোকে।

তুই বেহায়া নারী।

তুই বেহায়া নারী।

ভাবিসনা তুই আমার চেয়ে বড় শিকারী।

দেখতে তুই যে সুন্দর মাইয়া।

তবু তোরে লাগে গাইয়া।

জেনে ভালোবাসতে আমি কি পারি।

হোয় হোয় হোয়।

লোকে বলে তোকে।

তুই বেহায়া নারী।

ভাবিসনা তুই আমার চেয়ে বড় শিকারী--।

Sathi Khan의 다른 작품

모두 보기logo

추천 내용