menu-iconlogo
huatong
huatong
avatar

Nilame Uthchhe Desh [SB]

SB TUNEShuatong
SB_TUNEShuatong
가사
기록
'তোমাকে জাগাতে ও কাল ঘুম ভাঙাতে

সবুজ কলম ধরলাম অবশেষ

আমিও চলি অন্তবিহীন পথে

সত্যিই নিলামে উঠছে দেশ ' ✍️সবুজ💚

Track uploaded by SB TUNES

নিলামে উঠছে দেশ ×2

কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা

বাজে প্রচারের ঢাক মগজ টা করে থাক

বিহন্নলাই আজ সীতা ×2

নিলামে উঠছে দেশ

কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা

বাজে প্রচারের ঢাক মগজ টা করে থাক

বিহন্নলাই আজ সীতা

আমরা ওকিঞ্জন, জনতা জনার্ধন ধর্ম জিরাফে দিয়ে আছি....

সবাই পণ্য সেজে কাকে কিনবে কেযে

গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি ×4

💚Track uploaded by SB TUNES💚

Hope u all enjoy this track ✌️

Music Track uploaded by SB TUNES

দূর্গা পুজোর মতো প্রতিবছর ভোট

আদর্শ বদলায় ভোটে একজোট

ধর্মের হাত ধরে সাজে অমায়িক

তবু নাকি চেনা নয় সাম্প্রদায়িক

সামান্য টেনশন তদন্ত কামিশন

গণতন্ত্রের মুখে মাছি

সবাই পণ্য সেজে কাকে কিনবে কে যে

গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি ×4

🎵🎵 Track uploaded by SB TUNES flw him👌

Music ......by SB TUNES

সংবাপত্র দৈনিক বা পক্ষ

শকুনিও নাকি শোনা যায় নিরপেক্ষ

মহাভারতের কথা অমৃতের সমান

পুনরাবৃত্তি সেই রিমেকের গান

হাওলা ভাওলা সব শ্যাওলার মতো ভেসে গেলে

দুই হাত তুলে নাচি

সবাই পণ্য সেজে কাকে কিনবে কে যে

গোটা দেশ জুড়ে সোনাগাছি

কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি ×6

SB TUNES의 다른 작품

모두 보기logo

추천 내용