menu-iconlogo
huatong
huatong
avatar

আমার এ গান লেখা || Amar A Gan Lekha

SD Rubel || এস ডি রুবেলhuatong
𝑺𝒖𝒎𝒐𝒏_𝑨𝒉𝒎𝒆𝒅_𝑺𝑩𝑳huatong
가사
기록
এস ডি রুবেল

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে…

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে…

যখন তুমি

থাকবেনা….…

আমাকে কেউ

দেখবেনা……

বহু দূরে যাব চলে…

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে…

সামাজিক অনুশাসন

কতনা হাজার বাধা

গোপনে তবু তুমি

আমারই মনের রাধা

সামাজিক অনুশাসন

কতনা হাজার বাধা

গোপনে তবু তুমি

আমারই মনের রাধা

বেঁচে আছি আমি

তুমি আছো বলে……

নয় দূরে যাব চলে……

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে…

সব রং মুছে গেছে…

সাদা শাড়ি আছো পরে

তাই বলে ভালোবাসা…

যায়নি তো মরে…

সব রং মুছে গেছে…

সাদা শাড়ি আছো পরে

তাই বলে ভালোবাসা…

যায়নি তো মরে…

সুখ দেখো তুমি…

কেন… চোখেরই জলে…

বহু দূরে যাব চলে…

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে

যখন তুমি

থাকবেনা….…

আমাকে কেউ

দেখবেনা……

বহু দূরে যাব চলে…

আমার এ গান লেখা

আমার এ বেঁচে থাকা

তুমি পাশে আছো বলে…

আ…আহা…হা…

আ…আহা…হা…

((ধন্যবাদ সবাইকে))

SD Rubel || এস ডি রুবেল의 다른 작품

모두 보기logo

추천 내용