menu-iconlogo
huatong
huatong
avatar

কষ্ট নামের নদী আছে বুকের মাঝখানে_SD Rubel

SD Rubel || এস ডি রুবেলhuatong
𝑺𝒖𝒎𝒐𝒏_𝑨𝒉𝒎𝒆𝒅_𝑺𝑩𝑳huatong
가사
기록
শিল্পী: এস ডি রুবেল

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

মনের জমিন ভাঙ্গা নদী

তোমার কারনে…

মনের জমিন ভাঙ্গা নদী

তোমার কারনে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

(একটু অপেক্ষা করুন)

রাতের বেলা জোয়ার আসে

দুটি নয়নে…

বুঝতে পারি ভালো যে নেই

তুমি বিহনে…।

রাতের বেলা জোয়ার আসে

দুটি নয়নে…

বুঝতে পারি ভালো যে নেই

তুমি বিহনে…।

আশার প্রদীপ নিভে গেল

একলা জীবনে…

একলা জীবনে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…।।

(একটু অপেক্ষা করুন)

পথের মাঝে হাজার বাধা

চলি কেমনে…

তোমার প্রেমে এত জ্বালা

ভুলে কেমনে…।

পথের মাঝে হাজার বাধা

চলি কেমনে…

তোমার প্রেমে এত জ্বালা

ভুলে কেমনে…।।

দুঃখের মিছিল নামে রাতে

চোখেরই কোনে…

চোখেরই কোনে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

মনের জমিন ভাঙ্গা নদী

তোমার কারনে…

মনের জমিন ভাঙ্গা নদী

তোমার কারনে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

কষ্ট নামের নদী আছে

বুকের মাঝখানে…

SD Rubel || এস ডি রুবেল의 다른 작품

모두 보기logo

추천 내용