menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো_SD Rubel

SD Rubel || এস ডি রুবেলhuatong
𝑺𝒖𝒎𝒐𝒏_𝑨𝒉𝒎𝒆𝒅_𝑺𝑩𝑳huatong
가사
기록
জীবনের সব সুখ কেড়ে নিয়েছো…

আমাকে দুঃখী করে সুখী হয়েছো…

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো…

আমাকে দুঃখী করে সুখী হয়েছো…

চিরকাল সুখে থেকো করি শুভকামনা

নিরবে সয়ে যাব হারানোর বেদনা

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো…

আমাকে দুঃখী করে সুখী হয়েছো…

জানিনা কি অপরাধ

করেছি আমি…

বিরহে যার সাজা

দিয়েছো তুমি…

জানিনা কি অপরাধ

করেছি আমি…

বিরহে যার সাজা

দিয়েছো তুমি…

প্রাণহীন বেঁচে থাকা

আর ভালো লাগেনা

জীবন প্রদীপ হায়…

কেন…নিভেনা…

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো…

আমাকে দুঃখী করে সুখী হয়েছো…

ভালোবাসা অভিশাপ

বোঝালে আমায়…

করিনি তাই দোষী

কখনো তোমায়…

ভালোবাসা অভিশাপ

বোঝালে আমায়…

করিনি তাই দোষী

কখনো তোমায়…

নেই আর চাওয়া পাওয়া

নেই কোন ঠিকানা

সুখের ফাগুন আর…

ধরা দেবে না…

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো

আমাকে দুঃখী করে সুখী হয়েছো

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো

আমাকে দুঃখী করে সুখী হয়েছো

চিরকাল সুখে থেকো করি শুভকামনা

নিরবে সয়ে যাব হারানোর বেদনা…

জীবনের সব সুখ কেড়ে নিয়েছো

আমাকে দুঃখী করে সুখী হয়েছো

ও…হো,হো…লা,লা…

আ…আহা…হা…লা,লা…

ও…হো,হো…লা,লা…

আ…আহা…হা…লা,লা…

(((ধন্যবাদ)))

SD Rubel || এস ডি রুবেল의 다른 작품

모두 보기logo

추천 내용