홈
노래책
블로그
트랙 업로드
재충전
앱 다운로드
তুমি হাতখানি যবে \\
তুমি হাতখানি যবে \\
Shahidul islam
100033720688
노래하기
가사
기록
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে -এ- এ
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর
ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
অভিমানে কাঁদে
বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন
হয়ে যায় বাণী হীন
যেন রাধা নাই,
আর বৃন্দাবনে গো রাধা নাই
সব সাধ গেছে ম’রে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে -এ- এ
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর
ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
অভিমানে কাঁদে
বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন
হয়ে যায় বাণী হীন
যেন রাধা নাই,
আর বৃন্দাবনে গো রাধা নাই
সব সাধ গেছে ম’রে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
Shahidul islam
100033720688
앱에서 노래 부르기
가사
기록
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে -এ- এ
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর
ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
অভিমানে কাঁদে
বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন
হয়ে যায় বাণী হীন
যেন রাধা নাই,
আর বৃন্দাবনে গো রাধা নাই
সব সাধ গেছে ম’রে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে -এ- এ
তবও কাজলও আঁখির
ঘনও পল্লবও তলে
বিরহ মলিন
ছায়া মোর যবে দোলে
তব নীলাম্বরীর
ছোঁয়া লাগে যেন
সেদিন নীলাম্বরে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মিউজিক
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
যেদিন তোমারে পাই না
পাইনা কাছে গো
পরশনো নাহি পাই,
মনে হয় যেন বিশ্ব ভুবনে
কেহ নাই, কিছু নাই
অভিমানে কাঁদে
বক্ষে সেদিন বীণ
আকাশ সেদিন
হয়ে যায় বাণী হীন
যেন রাধা নাই,
আর বৃন্দাবনে গো রাধা নাই
সব সাধ গেছে ম’রে
হাতখানি যবে
রাখ মোর হাতেরও পরে
মোর কণ্ঠ হ’তে
সুরেরও গঙ্গা ঝরে
তুমি হাতখানি যবে
রাখ মোর হাতের ওপরে
Shahidul islam의 다른 작품
모두 보기
Tomar barir ronger melay
Points
Shahidul islam
920개의 커버
노래하기
দেরে ডুব বন্ধুর প্রেমে
Shahidul islam
52개의 커버
노래하기
চোখের পানি হয়তো যদি লাল
Shahidul islam
460개의 커버
노래하기
অন্ধের কাছে রাত আর দিন \\monir khan
Shahidul islam
77개의 커버
노래하기
বিন্দিয়ারে ও বিন্দিয়া / Bindhiyare o bindhiya.
Shahidul islam/Andrew Kishor
22개의 커버
노래하기
추천 내용
벵골어 추천
앱에서 노래 부르기