menu-iconlogo
huatong
huatong
avatar

Ektu darao Mayre dekhi একটু দারাও মায়রে দেখি

Sharif Uddinhuatong
redroseskat9huatong
가사
기록
সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া

সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাছা ফিরিয়া

ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই

কখন আসবে বাছা ফিরিয়া

কে ডাকবে আর জাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

কে ডাকবে আর জাদু বলে

মায় যদি মোর যায়রে চলে

না খাইলে কে বলবে খাইছতনী রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

কত নিশি রাইতে, আইসা দেখছি বাড়িতে

জাগিয়া রইছে মায়ে বসিয়া

কত নিশি রাইতে, আইসা দেখছি বাড়িতে

জাগিয়া রইছে মায়ে বসিয়া

মাগো মাঘও মাইসা শীতে

মাই রয়ছে মোর বসে

S S G

মাঘও মাইসা শীতে

মাই রয়ছে মোর বসে

এমন মাইরে ভুইলা কেমনে থাকিরে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

শোন বাড়ির লোকজন, কান্দিওনা এখন

আর কান্দিইলে লাভ হবে কি

শোন বাড়ির লোকজন, কান্দিওনা এখন

কান্দিইলে লাভ হবে কি

তোমরা আতর গোলাপ দিয়া

মাইরে দেও সাজাইয়া

আতর গোলাপ দিয়া

মাইরে দেও সাজাইয়া

জন্মের মত দাওনা বিদায় করিরে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া

MUSIC

সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া

মায়রে তোমরা কই যাইতেছো লইয়ারে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

নয়ন ভইরা মায়রে দেখি রে গ্রামবাসী

একটু দারাও মায়রে দেখি

Sharif Uddin의 다른 작품

모두 보기logo

추천 내용

Ektu darao Mayre dekhi একটু দারাও মায়রে দেখি - Sharif Uddin - 가사 & 커버