তুমি মেঘপাড়ায় লুকিয়ে থাকা
শান্ত বিকেলের রোদ ছিলে
তুমি বৃষ্টি রাতের শীতল হাওয়ায়
কাঁথা জড়ানো স্বপ্ন ছিলে
তুমি ছিলে আমার যত্নে রাখা
মায়াবী অনুভব
তোমায় পেয়ে পূর্ণ হলো
এলোমেলো সব কবিতা
ভাবনারা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতিটা
তোমায় পেয়ে পূর্ণ হলো
এলোমেলো সব কবিতা
ভাবনারা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতিটা
হয়তো কোনো ভোর আলো হবে
তোমার ঘরে আলো ছড়াবে
তবুও তুমি আঁধারের আলো হয়ে
রবে আমার সবটা জুড়ে
বলো কেনো লুকিয়ে তুমি
মিথ্যে মায়ায় জড়িয়ে
কেনো আড়ালে স্বপ্ন আমার
হারিয়ে আজ মেঘ সুদূরে
বলো কেনো লুকিয়ে তুমি
মিথ্যে মায়ায় জড়িয়ে
কেনো আড়ালে স্বপ্ন আমার
হারিয়ে আজ মেঘ সুদূরে
কোন স্বপ্নে আজ তুমি হাঁটো
কোন রঙে জীবন আঁকো
একবার ফিরে দেখো আমায়
দাড়িয়ে আছি আজও
তোমার অপেক্ষায়
বলো কেনো লুকিয়ে তুমি
মিথ্যে মায়ায় জড়িয়ে
কেনো আড়ালে স্বপ্ন আমার
হারিয়ে আজ মেঘ সুদূরে
বলো কেনো লুকিয়ে তুমি
মিথ্যে মায়ায় জড়িয়ে
কেনো আড়ালে স্বপ্ন আমার
হারিয়ে আজ মেঘ সুদূরে