তুমি বন্ধু হবে না
তবে শত্রু হয়ে রও
তুমি বৃষ্টি হবে না
তবে রোদ হয়ে পোড়াও
তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ
তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন
তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ
তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন
ভাবনায় তুমি ঘিরে
নীল ছুঁয়ে রোদ হয়ে
ভাবছো কি কখনো
দেখো তুমি ফিরে
একটু শত্রু হও, ফিরে চাও, মেঘলা মন
তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন
তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ
তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন
তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ
তবুও ইচ্ছে হও, স্বপ্নটাও প্রয়োজন
তবুও কাছে রও, পাশে রও সারাক্ষণ
তবুও ইচ্ছে হও, গল্পটাও প্রয়োজন