menu-iconlogo
logo

Hariye Giyechi

logo
avatar
Shayan Chowdhury Arnoblogo
🍁Ahsan_GP🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩logo
앱에서 노래 부르기
가사
Loaded by: Ahsan_Sam

হারিয়ে গিয়েছি

এইতো জরুরি খবর

অবাক দুই চোখে

ছায়া কাঁপে ভয় অভিমানে

হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে

হারাবো বলে, পা টিপে এগুতে গেলেই

গোটা শহর বাতি জ্বেলে সতর্ক

পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি

গোটা শহর বাতি জ্বেলে সতর্ক

পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার

তক্ষক ডাকা নিশুতিতে

রূপকথা শুনে শিউরে উঠে না গা

স্বপ্নে আমার শরীরে কেউ

ছড়ায় না শিউলি ফুল

আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার

তক্ষক ডাকা নিশুতিতে

রূপকথা শুনে শিউরে উঠে না গা

স্বপ্নে আমার শরীরে কেউ

ছড়ায় না শিউলি ফুল

আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল

Instrumental (Ahsan_Sam)

হারিয়ে যাইনি তবু

এটাই জরুরি খবর

আকাঙ্ক্ষা আর হতাশায়

হারিয়ে যাওয়ার কোনো মানে নেই…

হারিয়ে যাইনি তবু

এটাই জরুরি খবর

আকাঙ্ক্ষা আর হতাশায়

হারিয়ে যাওয়ার কোনো মানে নেই…

নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে

বুকের গভীরে কার যেন ডাক আসে

নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে

বুকের গভীরে কার যেন ডাক আসে

যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার

ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার

দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ

যদি কোনোদিন অটুট বিশ্বাসে......

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন

যদি কোনোদিন...

Loaded by: Ahsan_Sam