menu-iconlogo
huatong
huatong
avatar

tomar jonno niliche tara

Shayan Chowdhury Arnobhuatong
arifarm_star55928116huatong
가사
기록
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে

এক মুঠো রোদ আকাশ ভরা তারা

ভিজে মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা

তোমায় ঘিরে আমার ভালো লাগা

আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে

ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে

এক মুঠো রোদ আকাশ ভরা তারা

ভিজে মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে

মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে

এক মুঠো রোদ আকাশ ভরা তারা

ভিজে মাটিতে জলের নকশা করা

মনকে শুধু পাগল করে ফেলে

Shayan Chowdhury Arnob의 다른 작품

모두 보기logo

추천 내용