menu-iconlogo
logo

পড়াইয়া পিরিতের রশি

logo
avatar
Shiekh Sadi/Pothik Uzzallogo
꧁𝄞💖أسد💖𝄞꧂࿐ᴅɪꜱᴄᴏ༒logo
앱에서 노래 부르기
가사
পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতের দোষী

কই রইলারে সোনার চান।

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতের দোষী

কই রইলারে সোনার চান।

মনে চায় যখন আসিও তখন

মনে চায় যখন আসিও তখন,

করবোনা বিন্দু মাত্র অপমান।

আমিতো নইরে বন্ধু

তোর মতো বেঈমান,

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেঈমান।

----------------------------

সারাজনম থাকবি পাশে

দিয়েছিলি কথা,

রাতারাতি ভুইলা গেলি

প্রাণে দিলি ব্যাথা।

----------------------------------

সারাজনম থাকবি পাশে

দিয়েছিলি কথা,

রাতারাতি ভুইলা গেলি

প্রাণে দিলি ব্যাথা।

কার সঙ্গ নিলি? আমায় ছাড়িলি

কার সঙ্গ নিলি? আমায় ছাড়িলি,

কেমনে হইলি এতো ব্যাবধান ?

আমিতো নইরে বন্ধু

তোর মত বেঈমান,

আমি তো নইরে বন্ধু

তোর মত বেঈমান।

---------------------------

কত সুখে দিন যায় আমার

উপর ওয়ালায় জানে,

ভিন মানুষের আনাগোনা

তোমার মন উঠানে।

বলে সামরানে কি বা কারণে

বলে সামরানে কি বা কারণে,

দিয়েছো আমায় এমন প্রতিদান।

আমিতো নইরে বন্ধু

তোর মতো বেঈমান,

আমি তো নইরে বন্ধু

তোর মতো বেইমান।

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতের দোষী

কই রইলারে সোনার চান।

পড়াইয়া পিরিতের রশি

বানাইয়া জগতের দোষী

কই রইলারে সোনার চান।

মনে চায় যখন আসিও তখন

মনে চায় যখন আসিও তখন,

করবোনা বিন্দু মাত্র অপমান।

আমিতো নইরে বন্ধু

তোর মতো বেঈমান,

আমি তো নইরে বন্ধু

তোর মত বেইমান।

আমিতো নইরে বন্ধু

তোর মতো বেঈমান,

আমি তো নইরে বন্ধু

তোর মত বেইমান।