menu-iconlogo
huatong
huatong
가사
기록
AMI BORO BEPOROA

SINGER.. SHEIKH SADI

RAP SONG .

JAHAN R

এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না

স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না

সময় থাকতে সময় তুমি রাইখো নিজের হাতে

পরের আশায় জুলে রবা বাঁশ বাগানের ঝোঁপে

লাগলে দশ বারোটা বিলায় সাজিবা

কলিজায় পানি থাকলে একলা লাগ

মুখে শুধু বকবক কামে কিছু নাহ

সময় মতো তোর আবার জবান খোলে না

আগে পিছু তুই আমার কত কথা কস

সামনে আসলে কেন তবে হাতটা বাড়াস

আমি একটাই চিজ একখানি জিনিষ

না শুনলে করবি এই ট্রেক টা মিস

RAP SONG

JAHAN R

আমি বড় বেপরোয়া... কারোর ধার ধারি না

নিয়ম নীতি সবই আমার কারোর বাপের খাই না

আমি বড় বেপরোয়া কারোর ধার ধারি না

নিয়ম নীতি সবই আমার কারোর বাপের খাই না

যাচ্ছে সময় যাক না

রুটিন আমার লাগে না

যে যা ভাবে ভাবুক

আমার আসে যায় না

আমি বড় বেপরোয়া..

বেপরোয়া.. বেপরোয়া.

JAHAN R

যাচ্ছে সময় যাক না..

যাক না.. যাক না..

RAP SONG

JAHAN R

.

কন্ডিশনে চলে প্রেম

তার মাঝে লেনদেন

লাভ লসের অঙ্ক করে চলছে ভালোবাসার গেম..

গেম.. গেম..

কন্ডিশনে চলে প্রেম

তার মাঝে লেনদেন

লাভ লসের অঙ্ক করে চলছে ভালোবাসার গেম

আমার যা বলার তা, আমি মুখের ওপর বলি

তোর মতো পিঠ পিছে দিই না গালি

আগে পিছু তুমি করো ঘোরাঘুরি

কারণটা তুমি না বললেও জানি

মতিগতি তোমার সবই জানা

দুদিন পর কাম শেষে হইবা অচেনা

তুমি কি ভাবো আমি কিছুই বুঝিনা!

আসল কথা আমি পরোয়া করিনা

আমি বড় বেপরোয়া কারোর ধার ধারি না

নিয়ম নীতি সবই আমার কারোর বাপের খাই না

যাচ্ছে সময় যাক না

রুটিন আমার লাগে না

যে যা ভাবে ভাবুক

আমার আসে যায় না

আমি বড় বেপরোয়া..

বেপরোয়া.. বেপরোয়া..

যাচ্ছে সময় যাক না..

যাক না.. যাক না..

RAP SONG

JAHAN R

Shiekh Sadi의 다른 작품

모두 보기logo

추천 내용