menu-iconlogo
huatong
huatong
avatar

OLD VS NEW BANGLA MASHUP

Shiekh Sadihuatong
semmy.emailhuatong
가사
기록
আজ বলবে হঠাৎ কেউ এসে

হেসে আলতো চোখে চোখে

আজ বলবে হঠাৎ কেউ এসে

হেসে আলতো চোখে চোখে

তোর জন্য এসেছি আমি

ভাল বাসতে যে তোকে...

কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয়তো দে উড়িয়ে

কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয়তো দে উড়িয়ে

তোকে বলবো ভাবি

কিছু অল্প কথায়

তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়

আজ তোর নামে রাত নামে

দিন কেটে যায়...

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

যেনে যাবে কেউ যেনে যাবে

চুপি চুপি বলো কেউ যেনে যাবে

যেনে যাবে কেউ যেনে যাবে...

ভয় করিনা যেনো কোন কিছু

যদি তুমি আমি রই একসাথে...

চুপি চুপি বলো কেউ যেনে যাবে

যেনে যাবে কেউ যেনে যাবে...

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও...

বন্ধুর বাড়ীর ফুল বাগানে

নানান বর্নের ফুল...

বন্ধুর বাড়ীর ফুল বাগানে

নানান বর্নের ফুল...

ফুলের গন্ধে মন আনন্দে

হে..ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমর হয় আকুল

সইগো বসন্ত বাতাসে

সইগো বসন্ত বাতাশে

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাশে...

চাঁদের সাথে আমি দেবনা

তোমার তুলনা

নদীর সাথে আমি দেবনা

তোমার তুলনা

দোহাই লাগে মুখটি তোমার

একটু আঁচলে ঢাকো...

আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবেনা কেউ

হুম আমি জ্ঞান হারাবো

মরেই যাবো

বাঁচাতে পারবেনা কেউ

দয়াকরে গানের শেষে লাইক দিন

লাইক না দিলে স্কিপ করে যান

অনুরোধ আনলাইক করবেন না

আবার দেখা হবে নতুন কোন গানে

Shiekh Sadi의 다른 작품

모두 보기logo

추천 내용