
Tumi Koi
"তুমি কই তুমি নাই"
শিল্পীঃশেখ সাদী
চুপি চুপি মনের মাঝে
দোলা দিয়ে তুমি যাও
ঘুমের ঘোরে তোমায় দেখি
ঘুম ভাঙ্গলে তুমি নাই
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
বিভোর থাকি তোমার প্রেমে
নেই কোন হারানোর ভয়...
দূরে যত থাকো তুমি,
ভালোবাসা বেড়ে যায়...
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তোমায় ভেবে, ভেবে ভেবে
সময় আমার কেটে যায়...
তুমি আমার, শুধু আমার
যেনে রাখো তুমি তাই...
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তুমি যদি ভেবে থাকো
তোমার পাশে আমি নাই...
আধো আলো হয়ে তোমার পাশে
জায়গা করে নিতে চাই...
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
তুমি কই, তুমি নাই,
আমি তোমাকে চাই
বারেবার শতবার
আমি তোমাকে চাই
? যবানিকা ?