menu-iconlogo
huatong
huatong
avatar

রাতেরও আকাশে নিশ্চুপ | Ratero akashe nishcu

SI Tutulhuatong
riddlethis123huatong
가사
기록
দ্রুবতারা

এস.আই.টুটুল

রাতেরও আকাশে নিঃশ্চুপ সাক্ষী

দূরের ঐ ধ্রুবতারা

কতটা বেসেছি ভালো

শুধু মন জানে

এ হৃদয় জানে

ও... রাতের ও আকাশে নিঃশ্চুপ সাক্ষী

দূরের ঐ ধ্রুবতারা

কতটা বেসেছি ভালো

শুধু মন জানে

এ হৃদয় জানে...

ও হো হো.....

জানি তুমি আর ফিরবেনা

নিবে যাওয়া দীপ জ্বালাবেনা আর

প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে

বেচে থাকা দায় তোমাকে ছাড়া

দুরের ঐ ধ্রুবতারা

কতটা বেসেছি ভালো

শুধু মন জানে

এ হৃদয় জানে

এ জীবনে তুমি আমার হবেনা

নিয়তি কি তবে এভাবে লেখা

কেনো এ জীবন ছন্নছাড়া

সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুবতারা

দুরের ঐ ধ্রুবতারা

কতটা বেসেছি ভালো

শুধু মন জানে

এ হৃদয় জানে

ও...রাতের ও আকাশে নিঃশ্চুপ সাক্ষী

দূরের ঐ ধ্রুবতারা

কতটা বেসেছি ভালো

শুধু মন জানে

এ হৃদয় জানে.....

এ হে........

এ হে হে হে

এ হে হে হে

ধ্রুবতারা

শুধু মন জানে

এ হৃদয় জানে...

SI Tutul의 다른 작품

모두 보기logo

추천 내용

রাতেরও আকাশে নিশ্চুপ | Ratero akashe nishcu - SI Tutul - 가사 & 커버