menu-iconlogo
huatong
huatong
sidhuarunimamahuldodo-rupkathar-deshe-cover-image

Rupkathar Deshe

sidhu/Arunima/Mahul/Dodohuatong
pipkinmiyashhuatong
가사
기록
মন ছোট,ছুট্টে পার হয়ে যা তেপান্তর,

থাক পড়ে ফুটবল আজ ঘরে;

খোঁজ কর প্রাণভোমরা আর সাত রাজার ধন,

ব্যাঙ্গমা ব্যাঙ্গমির পিঠে চড়ে।

পক্ষীরাজে চড়ে রাজার কুমার,

এলো রাজকন্যার ঘুম ভাঙাতে;

সোনার কাঠির পরশে।

আয় চলে আয়,

ছুটে চলে আয়,

রূপকথার দেশে।)

চল দেখে আসি অচিনপুরীর দেশ,

ঘুমপরীর সাথে উড়ে।

লালপরী নীলপরী বন্ধু যে তার,

গল্প শোনায় প্রাণ ভরে।

ঢাল তরোয়াল নিয়ে,ঘোড়ায় চেপে,

রাক্ষস-খোক্কস দানো গুলোকে

কুপোকাত করলি শেষে।

আয় চলে আয়,

ছুটে চলে আয়,

রূপকথার দেশে।)

ময়ূরপঙ্খি চড়ে চলে সওদাগর,

আনতে দেখো হীরে মানিক;

পায় খুঁজে জলপরীর ঠিকানা সে,

ভুললো নাও আর নাবিক।

সিংহাসনে থাকা ঐ বত্রিশ পুতুল

বলে শুধু রাজাকে,কোরো না ভুল;

বিচার হলো ঠিক শেষে।

আয় চলে আয়

ছুটে চলে আয়

রূপকথার দেশে।)

sidhu/Arunima/Mahul/Dodo의 다른 작품

모두 보기logo

추천 내용