menu-iconlogo
huatong
huatong
avatar

Nid nahi ankhipate/নিদ নাহি আঁখিপাতে,অতুলপ্রসাদ সেন, সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

SMA's Music Library..huatong
Toton_SMA🎼🌱huatong
가사
기록
বঁধুয়া,..... নিদ নাহি আঁখিপাতে

আমিও একাকী, তুমিও একাকী

আজি এ বাদল রাতে

নিদ নাহি আঁখিপাতে

কথা ও সুর : অতুলপ্রসাদ সেন

ডাকিছে দাদুরী মিলনতিয়াসে,

ঝিল্লি ডাকিছে উল্লাসে

ডাকিছে দাদুরী মিলনতিয়াসে,

ঝিল্লি ডাকিছে উল্লাসে

পল্লীর বধু বিরহী বঁধুরে

মধুর মিলনে সম্ভাষে

আমারো যে সাধ বরষার রাত

আমারো যে সাধ বরষার রাত

কাটাই নাথের সাথে

নিদ নাহি আঁখিপাতে

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

গগনে বাদল, নয়নে বাদল

জীবনে বাদল ছাইয়া

এসো হে আমার বাদলের বঁধু,

চাতকিনী আছে চাহিয়া

কাঁদিছে রজনী তোমার লাগিয়া,

সজনী তোমার জাগিয়া

কাঁদিছে রজনী তোমার লাগিয়া,

সজনী তোমার জাগিয়া

কোন অভিমানে হে নিঠুর নাথ,

এখনও আমারে ত্যাগিয়া

এ জীবন ভার হয়েছে অবহ,

এ জীবন ভার হয়েছে অবহ,

সঁপিব তোমার হাতে

নিদ নাহি আঁখিপাতে

আমিও একাকী, তুমিও একাকী

আজি এ বাদল রাতে

নিদ নাহি আঁখিপাতে

বঁধুয়া........

SMA's Music Library..의 다른 작품

모두 보기logo

추천 내용