menu-iconlogo
huatong
huatong
avatar

লাল শাড়ি পরিয়া কন্যা

sohaghuatong
olygirl1960huatong
가사
기록
চান্দের মতো মুখটি যখন ভাসতো নয়নজলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

চান্দের মতো মুখটি যখন ভাসতো নয়নজলে

আদর কইরা মুইছা দিতাম গালে

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলবো আমি এই কথা কেমনে

তবে ভালো ক্যান বাসিলা?

স্বপ্ন কেন দেখাইলা?

ভালো ক্যান বাসিলা আমারে?

তবে ভালো ক্যান বাসিলা?

স্বপ্ন কেন দেখাইলা?

ভালো ক্যান বাসিলা আমারে?

লাল শাড়ি পড়িয়া কন্যা, রক্ত-আলতা পায়

আমার চোখের জল মিশাইলা, নিলা না বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের, আর ভাইবো না আমায়

চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া

শেষ দেখাও দিলা না আমারে

ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগত ছাড়ি

পাইবা আমায় শুধু স্বপনে

চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া

শেষ দেখাও দিলা না আমারে

ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগত ছাড়ি

পাইবা আমায় শুধু স্বপনে

তুমি কান্দিয়া ডাকিবা, কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

তুমি কান্দিয়া ডাকিবা, কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে

লাল শাড়ি পড়িয়া কন্যা, রক্ত-আলতা পায়

আমার চোখের জল মিশাইলা, নিলা না বিদায়

তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের, আর ভাইবো না আমায়

sohag의 다른 작품

모두 보기logo

추천 내용