menu-iconlogo
huatong
huatong
avatar

Chol Dotong Pahar

Sohan Alihuatong
62181761094huatong
가사
기록
Chol Dotong Pahar #iarrif

Sohan Ali..

হো হো হো...।।

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো !

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো !

আমি মারফা রেঁধে দেবো পাতে,

বিন্নি চালের ভাত সাথে ।

দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন ।

পুবের হু হু বাতাস বইলে পরে,

পাঁজর ভাঙ্গা গান ধরে

আয়েশ করেই কাটুক এ যৌবন !

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

Guitar Never Lies...

এই ইটের শহর পোড়ায় খালি,

জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....

কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ

কাইন্দা মরে রে....

এই ইটের শহর পোড়ায় খালি,

জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে....

কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ

কাইন্দা মরে রে.....

কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়

মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায় !

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

BlackNature-150346

এক শেকড় কাটা বৃক্ষ আমি,

ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....

যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার

ফুল জোটেনা রে...

এক শেকড় কাটা বৃক্ষ আমি,

ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে....

যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার

ফুল জোটেনা রে..

এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায় !

তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায় ..

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

আমি মারফা রেঁধে দেবো পাতে,

বিন্নি চালের ভাত সাথে ।

দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন ।

পুবের হু হু বাতাস বইলে পরে,

পাঁজর ভাঙ্গা গান ধরে

আয়েশ করেই কাটুক এ যৌবন !

চল দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো!

হো হো হো...।।

Thanks...

Sohan Ali의 다른 작품

모두 보기logo

추천 내용