menu-iconlogo
huatong
huatong
souls-phire-to-pabo-na-cover-image

Phire To Pabo Na

Soulshuatong
raxaulraxaulhuatong
가사
기록

কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা

হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কোথায়

আমার আকাশে আজ বরিষরন,

কালো মেঘে ঢাকা এ মন।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

Music

কেন হলো এমন, ভেঙ্গে দিলে এ মন।

ফেলে গেলে শুদুরে,

এত ভালবাসা মনের যত আশা

হারিয়ে গেলো কোনো ঝড়ে।

দু চোখ খুজে আলোর ই রেখা,

নেই তোমার দেখা।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আবার,

খোজে তোমাকে বারেবার।

Classical Singer (CSS)

ক্ষমা করো মোরে ভালবাসা দূরে,

শরে গেলে অবহেলায়।

ভালবাসা জানি মিছে আসা মানি,

মন ভাঙ্গার খেলা।

কি সুখ পেলে তুমি বল না,

আমায় করে ছলনা।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

কি ভুলে গেছো ভুলে আমায় আড়ালে একা

হৃদয়ে দেয়াল তুলে তোমার হারালে কোথা

আমার আকাশে আজ বরিষরন,

কালো মেঘে ঢাকা এ মন।

ফিরে তো পাবোনা তোমাকে কভু আর,

হবে না তুমি তো আমার।

খুলে মনো দ্বার ভাঙ্গা মন আমার,

খোজে তোমাকে বারেবার।

Thanks For Like

Souls의 다른 작품

모두 보기logo

추천 내용